শাওমি তাদের নতুন Xiaomi Redmi Note 12 Pro ফোন রিলিজ করেছে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড শাওমি প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। ভিভো লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।
Xiaomi Redmi Note 12 Pro মূলত একটি মিড রেঞ্জ এর ফোন। শাওমির মিড রেঞ্জ এর ফোন Xiaomi Redmi Note 12 Pro এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এই ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।
বাংলাদেশে Xiaomi Redmi Note 12 Pro ফোনের দাম
বাংলাদেশে Xiaomi Redmi Note 12 Pro ফোনের আন অফিসিয়াল দাম ৩৬ হাজার থেকে ৩৮ হাজার টাকা। এই ফোনটি এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের স্পেসিফিকেশন
Xiaomi এর Redmi Note সিরিজের ফোন Xiaomi Redmi Note 12 Pro এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের কালার ভ্যারিয়েন্ট
- Stardust Purple
- Frosted Blue
- Onyx Black
- White
Xiaomi Redmi Note 12 Pro মোট চারটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো স্টারডাস্ট পার্পল, ফ্রস্টেড ব্লু, অনিক্স ব্লাক এবং সাদা।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ডিসপ্লে
- ডিসপ্লে সাইজঃ 6.67 Inch
- ডিসপ্লে টাইপঃ Capacitive touchscreen
- ডিসপ্লে রেজুলেশনঃ FHD+1080*2460, 120HZ
- ডিসপ্লে ম্যাটেরিয়ালঃ OLED
- ডিসপ্লে প্রোটেকশনঃ Corning Gorilla Glass 5
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৬৭ ইঞ্চি এর একটি মাঝারি আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো ওলেড প্যানেল এবং এর রেজুলেশন 1080*2460. এতে ১২০ হার্জের হাই রিফ্রেশ রেট সংযুক্ত করা আছে। এর ডিসপ্লে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে OLED capacitive touchscreen, 1B colors.
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ডিজাইন এবং আউটলুক
Xiaomi Redmi Note 12 Pro ফোনটি ১৮৭ গ্রামের হালকা এবং মাঝারি ধরণের একটা ফোন। এ ফোনটির বডি প্লাস্টিক বা পলিকার্বনেট এ তৈরি। এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন ব্যবহার করা হইয়েছে। এই ফোনের ফ্রন্ট এ পাঞ্চ হোল ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে এবং একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।
এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে নিচের অংশে যেখানে দুইটা ন্যানো সিম ব্যবহার করা যাবে। এখানে কোনো এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
Xiaomi Redmi Note 12 Pro এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। উপরে রয়েছে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক, ইনফ্রারেড পোর্ট এবং সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ 16MP
- রিয়ার ক্যামেরাঃ 50 MP Main + 8 MP Ultrawide + 2 MP Macro
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ১.৯ অ্যাপচার এর মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এবং ১.৯ অ্যাপাচার এর আল্ট্রাওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল এবং ২.৪ অ্যাপচারের এর ম্যাক্রো লেন্স। এতে কোনো টেলিফটো লেন্স বা ডেপথ সেন্সর নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি
- নেটওয়ার্কঃ GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
- ব্লুটুথঃ 5.2, A2DP, LE
- হেডফোন জ্যাকঃ 3.5 mm
- লোকেশনঃ A-GPS (L1), GLONASS (G1), BDS (B1I+B1c), GALILEO (E1), QZSS (L1)
- ইউএসবিঃ USB Type-C 2.0, 1.0 reversible connector, USB On-The-Go
- WIFI: Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, dual-band, Wi-Fi Direct
Xiaomi Redmi Note 12 Pro ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৫জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত রয়েছে। সাথে রয়েছে ব্লুটুথ ৫.২ ভার্শন এবং ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি A-GPS (L1), GLONASS (G1), BDS (B1I+B1c), GALILEO (E1), QZSS (L1) সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটাই WiFi ই সমর্থন করে।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ব্যাটারি এবং চার্জিং
- ব্যাটারিঃ 5000 mAh, Non Removable Li-Po
- চার্জারঃ 67W Fast Charger
Xiaomi Redmi Note 12 Pro ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা দিয়ে খুব সহজেই ফোনকে চার্জ করে ফেলা যাবে।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের প্রসেসর
- চিপসেটঃ MediaTek Dimensity 1080 (6 nm)
- প্রসেসরঃ Octa-core (2x2.6 GHz Cortex-A78 & 6x2.0 GHz Cortex-A55)
- জিপিইউঃ Mali-G68 MC4
Xiaomi Redmi Note 12 Pro ফোনের চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ (৬ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ২.৬ গিগাহার্জ। এর জিপিইউ হলো Mali-G68 MC4.
Xiaomi Redmi Note 12 Pro ফোনের অপারেটিং সিস্টেম
- অপারেটিং সিস্টেমঃ Android 12
- UI: MIUI 13
Xiaomi Redmi Note 12 Pro ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১২। এর ইউআই হলো MIUI 13.
Xiaomi Redmi Note 12 Pro ফোনের মেমোরি এবং স্টোরেজ
- ইন্টারনাল স্টোরেজঃ 128GB/256GB
- র্যামঃ 6GB/8GB/12GB
- মাইক্রো এসডি সাপোর্টঃ নেই
Xiaomi Redmi Note 12 Pro ফোনে ২৫৬ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো UFS 2.2. এটার ১২৮ জিবি রম ভার্শনও রয়েছে এই ফোনটির র্যাম হলো LPDDR4x ৬ জিবি। এটি ৮ এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এই ফোনে র্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে কোনো এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে না।
শাওমি রেডমি নোট ১২ প্রো ফোনের অডিও
- মাইক্রোফোনঃ 2
শাওমি রেডমি নোট ১২ প্রো মাইক্রোফোন সংখ্যা রয়েছে ২ টি। এতে আলাদাভাবে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। Xiaomi Redmi Note 12 Pro ফোনে কোনো FM Radio নেই।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের মাল্টিমিডিয়া
- অডিও প্লেয়ারঃ MP3/WAV/eAAC+/Flac player
- রিংটোন ফরম্যাটঃ MP3
- ভিডিও প্লেয়ারঃ XviD/MP4/H.265 player
Xiaomi Redmi Note 12 Pro ফোনের অডিও প্লেয়ারে MP3/WAV/eAAC+/Flac player অডিও ফরম্যাট গুলো সাপোর্ট করবে। এর রিংটোন ফরম্যাট হলো MP3. এই ফোনের ভিডিও প্লেয়ারে XviD/MP4/H.265 player ফরম্যাট গুলো সাপোর্ট করবে।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের ডাইমেনশন
- হাইটঃ 7.98 mm
- লেন্থঃ 163.0 mm
- ওজনঃ 187 g
- প্রশস্থঃ 76.03 mm
Xiaomi Redmi Note 12 Pro ফোনের উচ্চতা হলো ৭.৯৮ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬৩.০ মিলিমিটার। এর ওজন হলো ১৮৭ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৬.০৩ মিলিমিটার। এই ফোন খুব একটা বড় নয়, মাঝারি গড়নের ফোন।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের সেন্সর
- Acceleration sensor
- Ambient light sensor
- Distance sensor
- Electronic compass
- Infrared remote control
- Fingerprint sensor
Xiaomi Redmi Note 12 Pro ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। Xiaomi Redmi Note 12 Pro ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো অ্যাক্সেলারেশন সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, ইলেক্ট্রনিক সেন্সর, ইনফ্রারেড রিমোট সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট।
শাওমি রেডমি নোট ১২ প্রো ফোনের সিকিউরিটি
- Fingerprint sensor: Side Power key
- Face Unlock
শাওমি রেডমি নোট ১২ প্রো ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি Xiaomi Redmi Note 12 Pro ফোনে ফেস আনলক সিস্টেমও রয়েছে।
শাওমি রেডমি নোট ১২ প্রো ফোনের বক্স কন্টেন্ট
- Main Mobile phone
- Power adapter
- USB Type-C data cable
- Mobile phone case
- Film (covered on the screen)
- Pins
- Warranty Card
শাওমি রেডমি নোট ১২ প্রো ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল, মোবাইল ফোন কেইস, ফিল্ম, পিন এবং ওয়ারেন্টি কার্ড।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের মেসেজিং সিস্টেম
- SMS (threaded view)
- MMS
- IM
Xiaomi Redmi Note 12 Pro ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)। এতে আইএম ও আছে।
Xiaomi Redmi Note 12 Pro ফোনের পার্ফমেন্স
প্রসেসরঃ Xiaomi Redmi Note 12 Pro ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেক এর প্রসেসর MediaTek Dimensity 1080. এই ফোনে ৬/৮/১২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। যার কারণে এই ফোনের পার্ফমেন্স অনেক ভালো।
মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং ভালো লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে অনেকগুলো অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না। এতে ১২০ হার্জের হাই রিফ্রেশ রেট যুক্ত থাকার ফলে এর পার্ফমেন্স আরো ভালো পাওয়া যায়।
ক্যামেরাঃ শাওমি রেডমি নোট ১২ প্রো ফোনের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এর। এতে কোনো এতে কোনো ডেপথ সেন্সর নেই। আল্ট্রাওয়াইড লেন্স এবং ম্যাক্রো লেন্স রয়েছে। ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরার পার্ফমেন্স মোটামুটি লেভেলের।
ব্যাটারিঃ এই ফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে দেড় থেকে দুইদিন ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে। স্ট্যান্ড বাই অবস্থায় এই ফোনের চার্জ ২৪ দিন পর্যন্ত থাকবে।
Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning

একটি মন্তব্য পোস্ট করুন