বাংলাদেশে ভিভো তাদের নতুন Vivo X90 Pro+ ফোনটি ৬ই ডিসেম্বর ২০২২ তারিখে অফিসিয়ালি রিলিজ করে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড ভিভো প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। ভিভো লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।
Vivo X90 Pro+ মূলত ওয়াই সিরিজের একটি ফ্লাগশীপ রেঞ্জ এর ফোন। ভিভোর নতুন ফ্লাগশিপ ফোন Vivo X90 Pro+ এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এ ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।
বাংলাদেশে Vivo X90 Pro+ ফোনের দাম
বাংলাদেশে Vivo X90 Pro+ ফোন এর অফিসিয়াল দাম হলো ৯৫,০০০ টাকা। এটি বাংলাদেশে অফিসিয়াল ভার্শনেই পাওয়া যাবে।
Vivo X90 Pro+ ফোনের স্পেসিফিকেশন
ভিভোর এক্স সিরিজের ফোন Vivo X90 Pro+ এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।
Vivo X90 Pro+ ফোনের কালার ভ্যারিয়েন্ট
- Black
- Red
Vivo X90 Pro+ ফোন মোট দুইটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো কালো এবং লাল।
Vivo X90 Pro+ ফোনের ডিসপ্লে
- ডিসপ্লে সাইজঃ 6.78 inch
- ডিসপ্লে টাইপঃ LTPO4 AMOLED
- ডিসপ্লে রেজুলেশনঃ 1440 x 3200 pixels
- ডিসপ্লে রিফ্রেশরেটঃ 120Hz
Vivo X90 Pro+ ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৭৮ ইঞ্চি এর একটি বেশ বড় সাইজের ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো অ্যামোলেড ডিসপ্লে এবং এর রেজুলেশন 1440 x 3200 pixels. এর ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশরেট হয়েছে।
Vivo X90 Pro+ ফোনের ডিজাইন এবং আউটলুক
Vivo X90 Pro+ ফোনটি ২২১ গ্রামের বেশ ভারী এবং বড়সড় গড়নের একটা ফোন। এ ফোনটির বডি গ্লাস এর তৈরি। এর ডিসপ্লেতে কী প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এতে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনের ফ্রন্ট এ পাঞ্চ হোল ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং রিয়ার প্যানেলে গোল ক্যামেরা হাউসে চারটি ক্যামেরা সেটআপ রয়েছে।
ভিভো এক্স৯০ প্রো+ এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে রয়েছে পাওয়ার বাটন। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফোনের নিচে এর সিম কার্ড স্লট রয়েছে, যেখানে দুইটা ন্যানো সিম ব্যবহার করা জাবে। এতে এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন রাখা হয়নি। এই ফোনের বাম পাশে কিছুই রাখা হয়নি।
এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং ইউসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এতে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার নেই এবং এতে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক নেই।
Vivo X90 Pro+ ফোনের ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ 32 MP
- রিয়ার ক্যামেরাঃ 50.3 MP Wide + 64 MP Periscope telephoto + 50 MP Telephoto + 48 MP Ultrawide
Vivo X90 Pro+ ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৩২ মেগাপিক্সেল এবং ২.৫ অ্যাপাচার এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে.৫০ মেগাপিক্সেল এবং ১.৮ অ্যাপাচার এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল এবং ৩.৫ অ্যাপাচার এর পেরিস্কোপ টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেল এবং ১.৬ অ্যাপাচার এর টেলিফটো লেন্স, ৪৮ মেগাপিক্সেল এবং ২.২ অ্যাপাচার এর আল্ট্রাওয়াইড লেন্স। এবং এর রিয়ার প্যানেল এ ক্যামেরার মাঝখানে একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।
Vivo X90 Pro+ ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি
- নেটওয়ার্কঃ GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
- ব্লুটুথঃ 5.3, A2DP, LE, aptX HD
- NFC: আছে
- লোকেশনঃ A-GPS (L1+L5), GLONASS, BDS, GALILEO, QZSS
- ইউএসবিঃ USB Type-C
- Wi-Fi: 802.11 a/b/g/n/ac/6
Vivo X90 Pro+ ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ লেটেস্ট ৫জি সাপোর্টেড। এর সাথে সংযুক্ত রয়েছে ব্লুটুথ ৫.৩ ভার্শন। এতে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক নেই। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি A-GPS (L1+L5), GLONASS, BDS, GALILEO, QZSS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো USB Type-C । এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটা WiFi ই সমর্থন করে।
Vivo X90 Pro+ ফোনের ব্যাটারি এবং চার্জিং
- ব্যাটারিঃ 4700 mAh, Non Removable
- চার্জারঃ 80W Fast Charger
- ওয়্যারলেস চার্জিংঃ 50W
- রিভার্স চার্জিংঃ 50W
Vivo X90 Pro+ ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৪৭০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ৮০ ওয়াট এর ফাস্ট চার্জার, এবং ৫০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং সুবিধা। এতে ৫০ ওয়াট পর্যন্ত রিভার্স চার্জিং সুবিধা যুক্ত আছে। অর্থ্যাত এই ফোন দিয়ে ৫০ ওয়াট পর্যন্ত অন্য ডিভাইস চার্জ করা যাবে।
Vivo X90 Pro+ ফোনের মেমোরি এবং স্টোরেজ
- ইন্টারনাল স্টোরেজঃ 256GB / 528 GB
- মাইক্রো এসডি সাপোর্টঃ নেই
- র্যামঃ 12GB
Vivo X90 Pro+ ফোনে ২৫৬ জিবি এবং ৫২৮ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো UFS 4.0. এই ফোনটির র্যাম হলো UFS 4.0 ১২ জিবি। এই ফোনে র্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে কোনো এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে না
Vivo X90 Pro+ ফোনের প্রসেসর
- চিপসেটঃ Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 (4 nm)
- প্রসেসরঃ Octa-core (1x3.2 GHz Cortex-X3 & 2x2.8 GHz Cortex-A715 & 2x2.8 GHz Cortex-A710 & 3x2.0 GHz Cortex-A510)
- জিপিইউঃ Adreno 740
Vivo X90 Pro+ ফোনে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম এর লেটেস্ট এইট জেন টু (৪ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর 1x3.2 GHz Cortex-X3 & 2x2.8 GHz Cortex-A715 & 2x2.8 GHz Cortex-A710 & 3x2.0 GHz Cortex-A510। এর জিপিইউ হলো Adreno 740 ।
ভিভো এক্স৯০ প্রো+ ফোনের অপারেটিং সিস্টেম
- অপারেটিং সিস্টেমঃ Android 13
- Funtouch (Global), Origin OS 3 (China)
ভিভো এক্স৯০ প্রো+ ফোনের ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফানটাচ ওএস (গ্লোবাল) এবং অরিজিন ওস ৩ (চায়না) । অ্যান্ড্রয়েড এর ভার্শন হলো ১৩।
Vivo X90 Pro+ ফোনের অডিও
- ফিচারসঃ Loudspeaker with stereo speakers
- মাইক্রোফোনঃ 2
Vivo X90 Pro+ ফোনে অডিও সিস্টেমে রয়েছে stereo speakers । এতে এফ এম রেডিও নেই। এবং এতে মাইক্রোফোন সংখ্যা রয়েছে ২ টি। এতে আলাদাভাবে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে।
ভিভো এক্স৯০ প্রো+ ফোনের মাল্টিমিডিয়া
- অডিও প্লেব্যাকঃ MP3/WAV/eAAC+/Flac player
- Video প্লেব্যাকঃ MP4/H.264 player
- Video রেকর্ডিংঃ MP4
- রিংটোন ফরম্যাটঃ MP3
ভিভো এক্স৯০ প্রো+ ফোনে ফোনের অডিও প্লেয়ারে MP3/WAV/eAAC+/Flac player অডিও ফরম্যাট গুলো সাপোর্ট করবে। এর রিংটোন ফরম্যাট হলো MP3. এই ফোনের ভিডিও প্লেয়ারে MP4/H.264 player ফরম্যাট গুলো সাপোর্ট করবে।
Vivo X90 Pro+ ফোনের সিকিউরিটি
- Fingerprint sensor: ইন ডিসপ্লে
- Face Unlock
Vivo X90 Pro+ ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এতে ফেস আনলক সিস্টেমও রয়েছে।
Vivo X90 Pro+ ফোনের ডাইমেনশন
- হাইটঃ 9.7 mm
- লেন্থঃ 164.4 mm
- ওজনঃ221 g
- প্রশস্থঃ 75.3 mm
Vivo X90 Pro+ ফোনের উচ্চতা হলো ৯.৭ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬৪.৪ মিলিমিটার। এর ওজন হলো ২২১ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৫.৩ মিলিমিটার। এই ফোন বেশ বড় সাইজের এবং ভারী ফোন।
Vivo X90 Pro+ ফোনের সেন্সর
- Accelerometer
- Ambient light sensor
- Proximity Sensor
- E-compass
- Fingerprint
- Gyroscope
ভিভো এক্স৯০ প্রো+ ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। Vivo X90 Pro+ ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো Fingerprint (under display, ultrasonic), accelerometer, gyro, proximity, compass, color spectrum ইত্যাদি।
Vivo X90 Pro+ ফোনের বক্স কন্টেন্ট
- Main Phone
- Documentation
- USB Cable
- USB Power Adapter
- Eject Tool
- Phone Case
- Protective Film (applied)
Vivo X90 Pro+ ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি ক্যাবল, কুইক স্টার্ট গাইড, ইজেক্ট টুল, ফোনের কেস এবং প্রোটেক্টিভ ফিল্ম।
Vivo X90 Pro+ ফোনের মেসেজিং সিস্টেম
- SMS (threaded view)
- MMS
- IM
Vivo X90 Pro+ ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)। এতে আইএম ও আছে।
Vivo X90 Pro+ ফোনের পার্ফমেন্স
প্রসেসরঃ Vivo X90 Pro+ ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো কোয়ালকম এর প্রসেসর Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 (4 nm). এটি অনেক শক্তিশালী একটি প্রসেসর। এখানে ২৫৬ জিবি এবং ৫২৮ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। ফোনটির র্যাম হলো UFS 4.0 ১২ জিবি।
মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং অনেক ভালো। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে অনেকগুলো অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় কোনো সমস্যাই হয় না।
ক্যামেরাঃ এটি মূলত একটি ক্যামেরা কেন্দ্রিক ফোন। এই ফোনে অনেকগুলো ক্যামেরা রয়েছে। এটার ক্যামেরা পার্ফমেন্স দুর্দান্ত। অনেক ভালো ভালো ছবি এই ফোন দিয়ে তোলা সম্ভব।
ব্যাটারিঃ এই ফোনে ৪৭০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে মোটামুটি ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিনের কিছু কম ব্যাকআপ পাওয়া যাবে। তাছাড়া এটাতে ৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার রয়েছে যেটা দিয়ে খুব সহজেই ফোন চার্জ করে নেওয়া যাবে।
Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning

একটি মন্তব্য পোস্ট করুন