ওয়ালটন নভেম্বর ২০২২, বাংলাদেশে তাদের নতুন ফোন Walton Primo R10 লঞ্চ করেছে। আমাদের দেশীয় ব্রান্ড হিসেবে ওয়ালটন বর্তমানে স্মার্টফোনের বাজারে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। ওয়ালটন মূলত লো-মিড রেঞ্জ থেকে মিড রেঞ্জ এর স্মার্টফোন তৈরি করে থাকে। তেমনি একটি মিড রেঞ্জ এর ফোন হলো Walton Primo R10।
ওয়ালটন তাদের প্রিমো সিরিজের অনেক ফোন বাজারে লঞ্চ করেছে। সম্প্রীতি লঞ্চ হওয়া আমাদের দেশীয় ব্রান্ড ওয়ালটনের নতুন মিড রেঞ্জ এর ফোন Walton Primo R10 এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এ ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।
বাংলাদেশে Walton Primo R10 ফোনের দাম
বাংলাদেশে Walton Primo R10 এর অফিসিয়াল দাম হলো ১২,৯৯০ টাকা। এটি বাংলাদেশে অফিসিয়াল ভার্শনেই পাওয়া যাবে।
Walton Primo R10 ফোনের স্পেসিফিকেশন
ওয়ালটনের প্রিমো সিরিজের ফোন Walton Primo R10 এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।
Walton Primo R10 ফোনের কালার ভ্যারিয়েন্ট
- Bottle Green
- Ford Blue
- Midnight Green
Walton Primo R10 ফোনটি মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে, এ কালার ভ্যারিয়েন্ট গুলো হলো বটল গ্রিন, ফোর্ড ব্লু এবং মিডনাইট গ্রিন।
Walton Primo R10 ফোনের ডিজাইন এবং আউটলুক
Walton Primo R10 ফোনটি ১৮৬.৩ গ্রামের হালকা পাতলা এবং মাঝারি সাইজের একটা ফোন। এ ফোনটির বডি পলিকার্বনেট বা প্লাস্টিক এর তৈরি। এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয় নি। এই ফোনের ফ্রন্ট এ পাঞ্চ হোল ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে নিচে যেখানে দুইটা ন্যানো সিম এবং একটা এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এর বামপাশে গুগল অ্যাসিস্ট্যান্ট এর জন্য একটা ডেডিকেটেড বাটন রয়েছে।
এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এতে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার সংযুক্ত করা হয়েছে। এতে কোনো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়নি। এতে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক নেই।
Walton Primo R10 ফোনের ডিসপ্লে
- ডিসপ্লে সাইজঃ 6.528 Inch
- ডিসপ্লে টাইপঃ IPS
- ডিসপ্লে রেজুলেশনঃ HD+ (720x1600) pixels
- ডিসপ্লে ম্যাটেরিয়ালঃ 2.5D curved glass
Walton Primo R10 ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৫২৮ ইঞ্চি এর একটি বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো আইপিএস প্যানেল এবং এর রেজুলেশন HD+ (720x1600) pixels. এতে রেগুলার ৬০ হার্জ রিফ্রেশ রেট সংযুক্ত করা আছে। এর ডিসপ্লে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে 2.5D curved glass.
Walton Primo R10 ফোনের ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ 8 MP
- রিয়ার ক্যামেরাঃ 13 MP Main + 2 MP Macro + 2 MP Depth
Walton Primo R10 ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৮ মেগাপিক্সেল এবং ২.০ অ্যাপাচার এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। এগুলোর অ্যাপচার হলো ২.২। এতে কোনো টেলিফটো লেন্স বা আল্ট্রাওয়াইড লেন্স নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি এলইডি ফ্লাশ লাইট রয়েছে।
Walton Primo R10 ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি
- নেটওয়ার্কঃ GPRS/EDGE/3G/HSPA+/4G (LTE)
- ব্লুটুথঃ 5.0, A2DP, LE
- হেডফোন জ্যাকঃ নেই
- লোকেশনঃ GPS with A-GPS Network-Assisted GPS Navigation Function
- ইউএসবিঃ USB Type-C
- রেডিওঃ FM
- WIFI: 802.11 b/g/n, WiFi Direct, hotspot
Walton Primo R10 ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত নেই। সাথে রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্শ।। এতে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক নেই। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS with A-GPS Network-Assisted GPS Navigation Function সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটা WiFi ই সমর্থন করে।
Walton Primo R10 ফোনের মেমোরি এবং স্টোরেজ
- ইন্টারনাল স্টোরেজঃ 64GB
- মাইক্রো এসডি সাপোর্টঃ UP TO 128GB
- র্যামঃ 4 GB
Walton Primo R10 ফোনে ৬৪ জিবির একটা ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এই ফোনটির র্যাম হলো LPDDR4x ৪ জিবি। এই ফোনে ভার্চুয়াল র্যাম নেই অর্থ্যাত ফোনের র্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে না। এতে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে।
Walton Primo R10 ফোনের ব্যাটারি এবং চার্জিং
- ব্যাটারিঃ 4850 mAh, Non Removable
- চার্জারঃ 10W Fast Charger
Walton Primo R10 ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৪৮৫০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ১০ ওয়াট এর ফার্স্ট চার্জার। এই ফোনে রিভার্স চার্জিং সুবিধা যুক্ত করা নেই, ফলে এই ফোন দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না।
Walton Primo R10 ফোনের প্রসেসর
- চিপসেটঃ Unisoc Tiger T610 (12 nm)
- প্রসেসরঃ Octa-core, 1.8 GHz
- জিপিইউঃ Mali-G52
Walton Primo R10 ফোনের চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক টাইগার টি৬১০ (১২ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ১.৮ গিগাহার্জ। এর জিপিইউ হলো Mali-G52.
ওয়ালটন প্রিমো আর১০ ফোনের অপারেটিং সিস্টেম
- অপারেটিং সিস্টেমঃ Android™ 11
ওয়ালটন প্রিমো আর১০ ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১১।
Walton Primo R10 ফোনের অডিও
- ফিচারসঃ FM Radio with Recording (Headset required)
- মাইক্রোফোনঃ 1
Walton Primo R10 ফোনে অডিও সিস্টেমে রয়েছে এফ এম রেডিও এবং রেকর্ডিং সিস্টেম। রেডিও ব্যবহার করার জন্য ফোনে হেডফোন সংযুক্ত করে রাখতে হবে। এবং এতে মাইক্রোফোন সংখ্যা রয়েছে ১ টি। এতে কোনো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই।
Walton Primo R10 ফোনের মাল্টিমিডিয়া
- ভিডিও প্লেয়ারঃ Full HD Video Playback
- অডিও প্লেয়ারঃ MP3
- রিংটোন ফরম্যাটঃ WAV
Walton Primo R10 ফোনের ভিডিও প্লেয়ারে ফুল এইচডি তে ভিডিও প্লে করা যাবে। এর অডিও প্লেয়ার MP3 সাপোর্টেড এবং এই ফোনের রিংটন ফরম্যাট হলো WAV.
Walton Primo R10 ফোনের সিকিউরিটি
- Fingerprint sensor: Side Power key
- Face Unlock
- Intelligent Assistance
Walton Primo R10 ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এতে ফেস আনলক সিস্টেমও রয়েছে। এতে ইন্টেলিজেন্স অ্যাসিস্টেন্স সিস্টেম ও রয়েছে।
Walton Primo R10 ফোনের ডাইমেনশন
- হাইটঃ 8.5 mm
- লেন্থঃ 163 mm
- ওজনঃ 186.3g (with battery)
- প্রশস্থঃ 75.5 mm
Walton Primo R10 ফোনের উচ্চতা হলো ৮.৫ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬৩ মিলিমিটার। ব্যাটারি সহ এর ওজন হলো ১৮৬.৩ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৫.৫ মিলিমিটার। এটা বেশ বড়সড় একটা ফোন।
Walton Primo R10 ফোনের সেন্সর
- Gravity (3D)
- Proximity
- Light
- Side-Mounted Fingerprint
Walton Primo R10 ফোনে অনেক ধরণের সেন্সর রয়েছে। এই ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো গ্রাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং সাইড-মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট।
Walton Primo R10 ফোনের বক্স কন্টেন্ট
- Main Phone
- Charger
- USB Type C Cable
- Quick Start Guide
- Sim Ejector
- Glass Protector
- TPU Cover
Walton Primo R10 ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল, কুইক স্টার্ট গাইড, সিম ইজেক্টর, গ্লাস প্রটেক্টর, টিপিইউ কভার।
ওয়ালটন প্রিমো আর১০ ফোনের মেসেজিং সিস্টেম
- SMS (threaded view)
- MMS
- IM
ওয়ালটন প্রিমো আর১০ ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)। Walton Primo R10 ফোনে আইএম ও আছে।
Walton Primo R10 ফোনের পার্ফমেন্স
প্রসেসরঃ Walton Primo R10 ফোনের প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ইউনিসক এর প্রসেসর। এটি একটি পুরাতন প্রসেসর। এতে রেগুলার ৬০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত রয়েছে। ফলে এর পার্ফমেন্স মোটামুটি লেভেলের।
মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না।
ক্যামেরাঃ এই ফোনের মেইন ক্যামেরা হলো ১৩ মেগাপিক্সেল এর। এই প্রাইস রেঞ্জ এ এর চেয়ে অনেক বেশী রেজুলেশন এর ক্যামেরার ফোনও মার্কেটে রয়েছে। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডিতে 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এর ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরার পার্ফমেন্স মোটামুটি মানের।
ব্যাটারিঃ ওয়ালটন প্রিমো আর১০ ফোনে ৪৮৫০ মিলি অ্যাম্পিয়ারের একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে অনেক বেশি ব্যবহার করলেও প্রায় পুরোদিন ব্যকআপ পাওয়া যাবে।
Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning

একটি মন্তব্য পোস্ট করুন