স্বর্ণরাজের জন্ম তারিখ ৬ সেপ্টেম্বর ২০০২, এই তারিখ অনুযায়ী স্বর্ণরাজ এর বর্তমান বয়স প্রায় ১৮ বছর। যদিও সে একজন প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট কিন্তু এখনো সে সে তার জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করেনি। এর অন্যতম কারণ হলো তার আসল বয়সের সাথে তার সার্টিফিকেটের বয়সের মিল নাই। কাজেই স্বর্ণরাজের আসল জন্ম তারিখ ৬ সেপ্টেম্বর ২০০২ হলেও তা কোথাও লিপিবদ্ধ নাই।
![]() |
স্বর্ণরাজ সম্পর্কেঃ
স্বর্ণরাজ ২০০২ সালের ৬ সেপ্টেম্বর বগুড়া জেলার গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামে জন্মগ্রহণ করে। তার বর্তমান বয়স প্রায় ১৮ বছর। সে প্রথমারছেও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং রিয়েল মাল্টিমিডিয়া স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে। সে এখন বর্তমানে সরকারি শাহ সুলতান কলেজ মাধ্যমিকে পড়াশোনা করছে।
স্বর্ণরাজের জন্ম তারিখঃ
স্বর্ণরাজ এবং কাওছারের মধ্যে কে বড়?
স্বর্ণরাজ এবং কাওছারের মধ্যে বয়সের হিসেবে স্বর্ণরাজই বড়। স্বর্ণরাজের জন্ম তারিখ হলো ৬ সেপ্টেম্বর ২০০২, এ হিসেবে ১০-৭-২০২১ অনুযায়ী স্বর্ণরাজের বয়স ১৮ বছর ১০ মাস ৫ দিন। অপরপক্ষে কাওছারের জন্ম তারিখ হলো ২৮ জুন ২০০২, এ হিসেবে ১০-৪-২০২১ অনুযায়ী কাওছারের বয়স ১৮ বছর ৯ মাস ১৪ দিন। এই হিসেবে অনুযায়ী দেখা যাচ্ছে স্বর্ণরাজ কাওছারের চেয়ে ২৩ দিনের বড়। কাজেই স্বর্ণরাজ এবং কাওছারের মধ্যে কে বড়? এই প্রশ্নের উত্তরে বলা যায় স্বর্ণরাজ এবং কাওছারের মধ্যে স্বর্ণরাজই বড়।
তথ্যসূত্রঃ
- ইন্টারনেট

একটি মন্তব্য পোস্ট করুন