বাংলাদেশে Vivo Y16 ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

বাংলাদেশে ভিভো তাদের নতুন Vivo Y16 ফোনটি ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে অফিসিয়ালি রিলিজ করে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড ভিভো প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। ভিভো লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।


Vivo Y16 মূলত ওয়াই সিরিজের একটি লো-মিড রেঞ্জ এর ফোন। ভিভোর নতুন লো-মিড রেঞ্জ এর ফোন Vivo Y16 এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এ ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।


বাংলাদেশে Vivo Y16 ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

বাংলাদেশে Vivo Y16 ফোনের দাম

বাংলাদেশে Vivo Y16 ফোন এর অফিসিয়াল দাম হলো ১৫,৯৯০ টাকা। এটি বাংলাদেশে অফিসিয়াল ভার্শনেই পাওয়া যাবে।


Vivo Y16 ফোনের স্পেসিফিকেশন

ভিভোর ওয়াই সিরিজের ফোন Vivo Y16 এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।


Vivo Y16 ফোনের কালার ভ্যারিয়েন্ট

  • Drizzling Gold
  • Stellar Black

Vivo Y16 ফোন মোট দুইটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো ড্রিজলিং গোল্ড এবং স্টেলার ব্লাক।


Vivo Y16 ফোনের ডিসপ্লে

  • ডিসপ্লে সাইজঃ 6.51 inch
  • ডিসপ্লে টাইপঃ IPS
  • ডিসপ্লে রেজুলেশনঃ 1600*720 (HD+)
  • ডিসপ্লে ম্যাটেরিয়ালঃ LCD

Vivo Y16 ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৫১ ইঞ্চি এর একটি মাঝারি সাইজের ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো আইপিএস প্যানেল এবং এর রেজুলেশন 1600*720 (HD+). এর ডিসপ্লে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে LCD.


Vivo Y16 ফোনের ডিজাইন এবং আউটলুক

Vivo Y16 ফোনটি ১৮৩ গ্রামের হালকা এবং মাঝারি গড়নের একটা ফোন। এ ফোনটির বডি প্লাস্টিক বা পলিকার্বনেট এ তৈরি। এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয় নি। এতে রেগুলার ৬০ হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনের ফ্রন্ট এ ভি শেপ এর ওয়াটার ড্রপ ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।


ভিভো ওয়াই১৬ এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। ফোনের উপরের এর সিম কার্ড স্লট রয়েছে, যেখানে দুইটা ন্যানো সিম এবং একটা এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। বাম পাশে কিছুই রাখা হয়নি।


এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এতে টাইপ-সি পোর্ট রয়েছে। এতে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার সংযুক্ত করা নেই। শুধুমাত্র সিঙ্গেল বটম ফেসিং স্পিকার রয়েছে।


Vivo Y16 ফোনের ক্যামেরা

  • ফ্রন্ট ক্যামেরাঃ 5 MP
  • রিয়ার ক্যামেরাঃ 13 MP Main + 2 MP Depth

Vivo Y16 ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে 5 মেগাপিক্সেল এবং ২.২ অ্যাপাচার এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং ২.২ অ্যাপাচার এর মেইন ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল এবং ২.৪ অ্যাপাচার এর ডেপথ সেন্সর। এতে কোনো ম্যাক্রো, আল্ট্রাওয়াইড লেন্স নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।


Vivo Y16 ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি

  • নেটওয়ার্কঃ GSM / HSPA / LTE
  • ব্লুটুথঃ 5.0
  • হেডফোন জ্যাকঃ 3.5 mm
  • লোকেশনঃ A-GPS, GLONASS, BDS, Galileo
  • ইউএসবিঃ USB Type-C
  • WIFI: Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band

Vivo Y16 ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত নেই। সাথে রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্শন এবং ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS/A-GPS GLONASS, GALILEO, BDS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো USB Type-C। এতে টাইপ-সি দেওয়া হয়েছে। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটা WiFi ই সমর্থন করে।


Vivo Y16 ফোনের ব্যাটারি এবং চার্জিং

  • ব্যাটারিঃ 5000 mAh, Non Removable
  • চার্জারঃ 10W Fast Charger

Vivo Y16 ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ১০ ওয়াট এর চার্জার। এতে কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই।


Vivo Y16 ফোনের মেমোরি এবং স্টোরেজ

  • ইন্টারনাল স্টোরেজঃ 32GB/64GB/128GB
  • মাইক্রো এসডি সাপোর্টঃ microSDXC (dedicated slot)
  • র‍্যামঃ 3GB/4GB

Vivo Y16 ফোনে ৩২ জিবির একটা ছোট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে। এই ফোনটির র‍্যাম হলো LPDDR4x ৩ জিবি। এর ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও রয়েছে। এই ফোনে র‍্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে।


Vivo Y16 ফোনের প্রসেসর

  • চিপসেটঃ Mediatek Helio P35 (12 nm)
  • প্রসেসরঃ Octa-core (4x2.3 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53)
  • জিপিইউঃ PowerVR GE8320

Vivo Y16 ফোনে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক এর হেলিও পি৩৫ (১২ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ২.৩ গিগাহার্জ। এর জিপিইউ হলো PowerVR GE8320.


ভিভো ওয়াই১৬ ফোনের অপারেটিং সিস্টেম

  • অপারেটিং সিস্টেমঃ Android 12
  • Funtouch OS 12

ভিভো ওয়াই১৬ ফোনের ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফানটাচ ওএস ১২। অ্যান্ড্রয়েড এর ভার্শন হলো ১২।


Vivo Y16 ফোনের  অডিও

  • ফিচারসঃ FM Radio (Headset required)
  • মাইক্রোফোনঃ 1

Vivo Y16 ফোনে অডিও সিস্টেমে রয়েছে এফ এম রেডিও। রেডিও ব্যবহার করতে হেডফোন ইনসার্ট করা থাকতে হবে। এবং এতে মাইক্রোফোন সংখ্যা রয়েছে ১ টি। এতে কোনো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই।


ভিভো ওয়াই১৬ ফোনের মাল্টিমিডিয়া

  • অডিও প্লেব্যাকঃ WAV, MP3, MP2, AAC, WMA, M4A, OPUS, MP1, Vorbis, APE, FLAC
  • Video প্লেব্যাকঃ MP4, 3GP, AVI, TS, MKV, FLV
  • Video রেকর্ডিংঃ MP4
  • রিংটোন ফরম্যাটঃ MP3

ভিভো ওয়াই১৬ ফোনে ফোনের অডিও প্লেয়ারে WAV, MP3, MP2, AAC, WMA, M4A, OPUS, MP1, Vorbis, APE, FLAC অডিও ফরম্যাট গুলো সাপোর্ট করবে। এর রিংটোন ফরম্যাট হলো MP3. এই ফোনের ভিডিও প্লেয়ারে MP4, 3GP, AVI, TS, MKV, FLV ফরম্যাট গুলো সাপোর্ট করবে।


Vivo Y16 ফোনের সিকিউরিটি

  • Fingerprint sensor: Side Power key
  • Face Unlock

Vivo Y16 ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এতে ফেস আনলক সিস্টেমও রয়েছে।


Vivo Y16 ফোনের ডাইমেনশন

  • হাইটঃ 8.19 mm
  • লেন্থঃ 163.95 mm
  • ওজনঃ 183 g
  • প্রশস্থঃ 75.55 mm

Vivo Y16 ফোনের উচ্চতা হলো ৮.১৯ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬৩.৯৫ মিলিমিটার। এর ওজন হলো ১৮৩ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৫.৫৫ মিলিমিটার। এই ফোন খুব একটা বড় নয়, মাঝারি গড়নের ফোন।


Vivo Y16 ফোনের সেন্সর

  • Accelerometer
  • Ambient light sensor
  • Proximity Sensor
  • E-compass
  • Fingerprint
  • Gyroscope

ভিভো ওয়াই১৬ ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। Vivo Y16 ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো জি-সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট।


Vivo Y16 ফোনের বক্স কন্টেন্ট

  • Main Phone
  • Documentation
  • USB Cable
  • USB Power Adapter
  • Eject Tool
  • Phone Case
  • Protective Film (applied)

Vivo Y16 ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি ক্যাবল, কুইক স্টার্ট গাইড, ইজেক্ট টুল, ফোনের কেস এবং প্রোটেক্টিভ ফিল্ম।


Vivo Y16 ফোনের মেসেজিং সিস্টেম

  • SMS (threaded view)
  • MMS
  • Email
  • IM

Vivo Y16 ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)। এতে আইএম ও আছে।


Vivo Y16 ফোনের পার্ফমেন্স

প্রসেসরঃ Vivo Y16 ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেক এর প্রসেসর Mediatek Helio P35. কিন্ত এই ফোনে মাত্র ৩ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে ৪ জিবি র‍্যাম পাওয়া যায়।


মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না।


ক্যামেরাঃ এই ফোনের মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এর। এতে কোনো এতে কোনো ম্যাক্রো বা আল্ট্রাওয়াইড লেন্স নেই। শুধু ডেপথ সেন্সর রয়েছে। ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরার পার্ফমেন্স মোটামুটি লেভেলের।


ব্যাটারিঃ এই ফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে দেড় থেকে দুইদিন ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে।


Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning

Post a Comment

নবীনতর পূর্বতন