অপো তাদের নতুন ফোন Oppo A77s লঞ্চ করেছে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড অপো প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। অপো লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।
Oppo A77s মূলত রেনো সিরিজের একটি মিড রেঞ্জ এর ফোন। অপোর নতুন মিড রেঞ্জ বাজেট এর ফোন Oppo A77s এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এ ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।
বাংলাদেশে Oppo A77s ফোনের দাম
বাংলাদেশে Oppo A77s ফোনের অফিসিয়াল দাম ২৪,৯৯০ টাকা। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে।
Oppo A77s ফোনের স্পেসিফিকেশন
অপোর এ সিরিজের ফোন Oppo A77s এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।
Oppo A77s ফোনের কালার ভ্যারিয়েন্ট
- Sunset Orange
- Starry Black
Oppo A77s ফোন মোট দুইটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো সানসেট অরেঞ্জ এবং স্ট্যারি ব্লাক।
Oppo A77s ফোনের ডিসপ্লে
- ডিসপ্লে সাইজঃ 6.56 Inch
- ডিসপ্লে টাইপঃ LCD (a-Si)
- ডিসপ্লে রেজুলেশনঃ 1612 x 720 (HD+)
- ডিসপ্লে রিফ্রেশরেটঃ 90Hz
- ডিসপ্লে প্রোটেকশনঃ Panda MN228
Oppo A77s ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৫৬ ইঞ্চি এর একটি মাঝারি সাইজের ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো এলসিডি প্যানেল এবং এর রেজুলেশন HD+ 1612 x 720. এর ডিসপ্লেতে পান্ডাএমএন২২৮ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে।
Oppo A77s ফোনের ডিজাইন এবং আউটলুক
Oppo A77s ফোনটি ১৮৭ গ্রামের হালকা এবং মাঝারি গড়নের একটা ফোন। এর ডিসপ্লেতে পান্ডাএমএন২২৮ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এতে ৯০ হার্জ এর হায়ার রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনের ফ্রন্ট এ ভি শেইপ ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ দুইটি ক্যামেরা সেটআপ রয়েছে।
এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে রয়েছে পাওয়ার বাটন। এর বাম পাশে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে বাম পাশের ভলিউম ব্রোকারের উপরের অংশে যেখানে দুইটা ন্যানো সিম এর পাশাপাশি এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনে আলাদাভাবে এক্সটার্ন্যাল মেমোরি কার্ড এর স্লট রয়েছে।
Oppo A77s এর পোর্টগুলোর ক্ষেত্রে ফোনের নিচে অংশে রয়েছে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এতে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার সংযুক্ত করা হয়েছে । এতে আলাদাভাবে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক রয়েছে।
Oppo A77s ফোনের ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ 8MP
- রিয়ার ক্যামেরাঃ 50 MP Main + 2 MP Depth
Oppo A77s ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৮ মেগাপিক্সেল এবং ২.০ অ্যাপাচার এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ১.৮ অ্যাপাচার এর মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এবং ২.৪ অ্যাপাচার এর ডেপথ। এতে কোনো টেলিফটো লেন্স বা আল্ট্রাওয়াইড সেন্সর নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।
Oppo A77s ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি
- নেটওয়ার্কঃ GSM / HSPA / LTE
- ব্লুটুথঃ 5.0, A2DP, LE, aptX HD
- লোকেশনঃ GPS, GLONASS, BDS, GALILEO, QZSS
- ইউএসবিঃ USB Type-C 2.0, OTG
- WIFI: 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Oppo A77s ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি নেই। এর সাথে রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্শন। এই ফোনে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক রয়েছে। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS/A-GPS, GLONASS, BDS, GALILEO, QZSS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটা WiFi ই সমর্থন করে।
Oppo A77s ফোনের ব্যাটারি এবং চার্জিং
- ব্যাটারিঃ Li-Po 5000 mAh, non-removable
- চার্জারঃ 33W SUPERVOOCTM
- রিভার্স চার্জিংঃ নেই
Oppo A77s ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর মাঝারি মানের একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ৩৩ ওয়াট এর ফার্স্ট চার্জিং। এতে রিভার্স চার্জিং সুবিধা যুক্ত নেই।
Oppo A77s ফোনের মেমোরি এবং স্টোরেজ
- ইন্টারনাল স্টোরেজঃ 128GB
- র্যামঃ 8GB
Oppo A77s ফোনে ১২৮ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো UFS 2.2. এই ফোনটির র্যাম হলো LPDDR4x ৮ জিবি। এই ফোনে র্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করার সুযোগ রয়েছে।
Oppo A77s ফোনের প্রসেসর
- চিপসেটঃ Qualcomm SM6225 Snapdragon 680 4G (6 nm)
- প্রসেসরঃ Octa-core (4x2.4 GHz Kryo 265 Gold & 4x1.9 GHz Kryo 265 Silver)
- জিপিইউঃ Adreno 610
Oppo A77s ফোনের চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকমের স্নাপড্রাগন ৬৮০ ৪জি (৬ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ২.৪ গিগাহার্জ। এর জিপিইউ হলো Adreno 610.
Oppo A77s ফোনের অপারেটিং সিস্টেম
- অপারেটিং সিস্টেমঃ Android™ 12
- ColorOS 12.1
Oppo A77s ফোনের অপারেটিং সিস্টেম হলো কালার ওএস ১২.১ ভিত্তিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১২।
অপো এ৭৭এস ফোনের অডিও
- মাইক্রোফোনঃ 2
অপো এ৭৭এস মাইক্রোফোন সংখ্যা রয়েছে ২ টি। এতে আলাদাভাবে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। Oppo A77s ফোনে কোনো FM Radio নেই।
Oppo A77s ফোনের মাল্টিমিডিয়া
- অডিও প্লেয়ারঃ MP3
- রিংটোন ফরম্যাটঃ MP3
- ভিডিও প্লেয়ারঃ MP4
Oppo A77s ফোনের অডিও প্লেয়ারে MP3 সহ আরো অনেক অডিও ফরম্যাট গুলো সাপোর্ট করবে। এর রিংটোন ফরম্যাট হলো MP3. এই ফোনের ভিডিও প্লেয়ারে MP4 ফরম্যাট গুলো সাপোর্ট করবে।
Oppo A77s ফোনের সিকিউরিটি
- Fingerprint sensor: সাইড মাউন্টেড
- Face Unlock
অপো এ৭৭এস ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি Oppo A77s ফোনে ফেস আনলক সিস্টেমও রয়েছে।
Oppo A77s ফোনের ডাইমেনশন
- হাইটঃ 7.99 mm
- লেন্থঃ 163.74 mm
- ওজনঃ 187 g
- প্রশস্থঃ 75.03 mm
Oppo A77s ফোনের উচ্চতা হলো ৭.৯৯ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬৩.৮৪ মিলিমিটার। এর ওজন হলো ১৮৭ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৫.০৩ মিলিমিটার। এই ফোন খুব একটা বড় নয়, মাঝারি গড়নের ফোন।
Oppo A77s ফোনের সেন্সর
- Geomagnetic sensor
- Proximity sensor
- Optical sensor
- Accelerometer
- Gravity sensor
- Pedometer
Oppo A77s ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। Oppo A77s ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো জিওম্যাগনেটিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অপটিক্যাল সেন্সর, অ্যাকসেলেরোমিটার, গ্রাভিটি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট।
অপো এ৭৭এস ফোনের বক্স কন্টেন্ট
- Manin phone×1
- Data cable×1
- Charger×1
- SIM ejector pin×1
- Protective cover×1
- Quick start guide×1
- Warranty card×1
অপো এ৭৭এস ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল, মোবাইল ফোন কেইস, ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড এবং কুইক স্টার্ট গাইড।
Oppo A77s ফোনের মেসেজিং সিস্টেম
- SMS(threaded view)
- MMS
- Push Email
- IM
Oppo A77s ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল, পুশ ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)। এতে আইএম ও আছে।
Oppo A77s ফোনের পার্ফমেন্স
প্রসেসরঃ Oppo A77s ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো কোয়ালকমের স্নাপড্রাগন ৬৮০ ৪জি (৬ ন্যানোমিটার)। এই ফোনে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে।
মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং অনেক ভালো। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে অনেকগুলো অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত থাকার ফলে এর পার্ফমেন্স আরো ভালো পাওয়া যায়।
ক্যামেরাঃ অপো এ৭৭এস ফোনের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এর। এতে কোনো এতে কোনো আল্ট্রাওয়াইড সেন্সর নেই। এতে ডেপথ সেন্সর। ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরার পার্ফমেন্স অনেক ভালো।
ব্যাটারিঃ এই ফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে একদিনের চেয়ে বেশি ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে।
Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning

একটি মন্তব্য পোস্ট করুন