মৃত্যুর পর গুগল অ্যাকাউন্ট ডিলিট করার উপায় ২০২২

ইন্টারনেটের এই যুগে আমাদের প্রায় সবারই এক বা একাধিক গুগল অ্যাকাউন্ট রয়েছে। আর আমরা যদিই অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহার করি তাহলে তো গুগল অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন। কেননা অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর সহ গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। কিন্ত এই অ্যাকাউন্ট গুলো আমাদের মৃত্যুর পর কী হবে? সেই প্রশ্ন আমাদের অনেকের মনেই জাগে। মূলত মৃত্যুর পর এই অ্যাকাউন্টগুলো ডিলিট করতে হবে। কীভাবে মৃত্যুর পর গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সে বিষয়টি নিয়েই আজকের এই পোষ্টে আলোচন করা হবে।


মৃত্যুর পর গুগল অ্যাকাউন্ট ডিলিট করার উপায় ২০২২
মৃত্যুর পর গুগল অ্যাকাউন্ট ডিলিট করার উপায় ২০২২


এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে অ্যাকাউন্ট ডিলিট করতে হলে তো আগে আমাদের জেগে থাকতে হবে। মৃত্যুর পর আবার কীভাবে গুগল অ্যাকাউন্ট ডিলিট করে। কেউ যদি মারাই যায় তাহলে সে কীভাবে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে পারে। তাছাড়া আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, আমাদের মৃত্যুর পর আমাদের গুগল অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজনই বা কী? মৃত্যুর পরে সেটা তো আমরা আর এমনিতেও ব্যবহার করতে পারছি না।


কিন্ত একটু গভীর ভাবে ভেবে দেখলে প্রয়োজন আছে। আমরা দৈনন্দিন জীবনে প্রায় সবসময়ই গুগলের সার্ভিস ব্যবহার করে থাকি। ফলে সেই অ্যাকাউন্টগুলোতে অনেক পার্সোনাল ডেটা জমা হয়। আমাদের গুগল অ্যাকাউন্টে এমন অনেক পার্সোনাল ডেটা, পার্সোনাল ফাইল, ছবি এবং ইনফরমেশন আছে, যেগুলো আমরা চাইবো না যে সেগুলো কেউ দেখুক। একারণেই আমাদের মৃত্যুর পরে আমাদের ব্যবহৃত গুগল অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের সব ডেটা ডিলিট হয়ে যাওয়া প্রয়োজন, যাতে সেটি কেউ অ্যাক্সেস করত না পারে। আমাদের মৃত্যুর পরে কিভাবে গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হবে তা নিচে দেওয়া হলো-


১। এটি করতে হয় গুগল অ্যাকাউন্টের একটি সেটিংস থেকে। এর জন্য মৃত্যুর পর আমরা যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই প্রথমে সেই গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে।


২। এরপরে এই লিংক https://myaccount.google.com এ ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট এর ড্যাশবোর্ডে যেতে হবে।


৩। এই লিংক এ গিয়ে আমাদের গুগল অ্যাকাউন্ট লগইন করলে গুগল অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে Personal info and Privacy এই অপশনে ক্লিক করতে হবে।


৪। Personal info and Privacy অপশনে ক্লিক করার পরে আমাদের গুগল অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে নিয়ে আসা হবে। এই পেজ থেকে স্ক্রল করে একেবারে নিচে চলে আসলে আরেকটি অপশন পাওয়া যাবে, যার নাম Inactive account manager. এই অপশনটির কাজই মুলত কারো মৃত্যুর পরে তার অ্যাকাউন্ট ডিলিট করা। এরপর এই অপশনটিতে ক্লিক করতে হবে।


৫। এবার এখান থেকে এই পুরো প্রক্রিয়া শুরু করার জন্য Start বাটন এ  ক্লিক করতে হবে।


৬। এরপর এখানে আমাদেরকে ঠিক করতে হবে যে ঠিক কতদিন আমাদের গুগল অ্যাকাউন্ট ইন-অ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এখানে ৩ মাস থেকে শুরু করে ১২ মাস পর্যন্ত সময় নির্বাচন করা যাবে। এখানে পরিচিত কারো একটি মোবাইল নাম্বার দিতে হবে যেখানে, অ্যাকাউন্ট ডিলিট হওয়ার এক মাস আগে সতর্কতা জানিয়ে মেসেজ পাঠানো হবে। যাতে আমাদের মৃত্যুর আগে অন্য কোন কারনে যদি আমরা ওই নির্দিষ্ট সময় পর্যন্ত ইন-অ্যাক্টিভ থাকি, তাহলে যেন আমাদের অ্যাকাউন্টটি ডিলিট না করা হয়। এছাড়া এখানে আমাদেরর ইমেইল অ্যাড্রেসটিও দিতে হবে যাতে অ্যাকাউন্ট ডিলিট করার এক মাস আগে গুগল আমাদের সাথে এই ইমেইলে যোগাযোগ করতে পারে। যদি আমরা সেসময় মৃত থাকি এবং গুগল যদি পরবর্তি এক মাসের মধ্যে কোন রিপ্লাই না পায়, তাহলে তারা আমাদের সেই গুগল অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে।


৭। এরপর Next বাটনে ক্লিক করার পরে আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমাদের অ্যাকাউন্ট ডিলিট করার সময় আর কাকে কাকে জানানো হবে এবং আমরা তাদের সাথে আমাদের গুগল অ্যাকাউন্টের কী কী শেয়ার করত চাই। এখান থেকে Add Person অপশনে ক্লিক করে যাদের সাথে আমরা শেয়ার করতে চাই, তাদের ইমেইল অ্যাড্রেস লিখে দিতে হবে। এখানে সর্বোচ্চ ১০ জনের ইমেইল অ্যাড্রেস দেওয়া যাবে।

৮। এরপর আমাদেরকে অ্যাড করা ইমেইল অ্যাড্রেসগুলোর সাথে আমরা কী কী ডেটা শেয়ার করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। এখানে গুগলের সবগুলো সার্ভিসের লিস্ট থেকে আমাদেরকে টিক মার্ক দিয়ে সিলেক্ট করতে হবে যে কী কী ডেটা আমরা এদের সাথে শেয়ার করতে চাই। যেমন- শুধু ছবি শেয়ার করতে চাইলে গুগল ফটোস


৯। এবার আমরা যাদের ইমেইল অ্যাড করেছি, তাদের ফোন নাম্বারও অ্যাড করতে হবে যাতে গুগল তাদের সাথে টেক্সট মেসেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারে। এবং এখানে আমরা চাইলে একটি পার্সোনাল মেসেজও যুক্ত করতে পারবো। যখন সেই মেসেজটি তাদের কাছে যাবে, তখন তাদের সাথে আমাদের গুগল অ্যাকাউন্টের সিলেক্টেড ডেটাগুলো শেয়ার করা হবে। কন্টাক্ট করার পরে ডেটাগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য তাদের কাছে তিন মাস সময় থাকবে।


১০। এরপর নিচের AutoReply অপশনটি নির্বাচন করে আমরা চাইলে একটি কাস্টম মেসেজও যুক্ত করতে পারবো যেটি কেউ আমাদের মৃত্যুর পর আমাদের ইমেইল অ্যাড্রেসে মেইল পাঠালে রিপ্লাই হিসেবে পাবে। এটা একটা ঐচ্ছিক ধাপ। এটা করার কোনো বাধ্যবাধকতা নেই।

১১। সবশেষে Yes, Delete my inactive Google Account অপশনটি অফ থেকে অন করে দিতে হবে এবং এরপর Review বাটনে ক্লিক করে, আমরা কী কী সেটিংস করেছি সেগুলো একবার রিভিউ করার সুযোগ পাওয়া যাবে। আমাদের কাজ মূলত এই পর্যন্তই শেষ। এরপর কেবলমাত্র Review Plan অপশনে ক্লিক করে রিভিউ সম্পন্ন করে কনফার্ম করে দিলেই কাজ শেষ।


এরপর আমরা যতদিন সময় সেট করেছি ততদিন যদি আমাদের গুগল অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে তা আমাদের সেট করা প্ল্যান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গুগল অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে। গুগল অ্যাকাউন্টের সাথে আমাদের সকল ইমেইল, ড্রাইভে সেভ করা ফাইলস, ফটোস, ইউটিউব ভিডিও, অ্যাডসেন্স সবকিছুই ডিলিট হয়ে যাবে একেবারে চিরদিনের মতো।


এই ছিলো সেই সেটিংসগুলো যার সাহায্যে আমরা আমাদের মৃত্যুর পরও আমাদের গুগল অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবো।

Post a Comment

নবীনতর পূর্বতন