জিন্সের প্যান্ট এ চেইনের বদলে বোতাম ব্যবহারের কারণ

প্যান্ট এ বোতাম ব্যবহারের কারণ

চেইন বা ডেনিম প্যান্ট এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এটির কাপড়ের খােলা মুখগুলাে আটকানাের জন্য মূল অংশ। এই খোলা অংশটি আটকানোর জন্য আগে চেইন ব্যাবহার করা হতো। কিন্তু বর্তমানে অধিকাংশ প্যান্ট এ চেইনের বদলে বোতাম ব্যবহার করা হয়। এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে।

 

আলোচনার সুবিধার্থে এখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি জিন্সের পকেটের ছােট ছােট বােতামের কথা না বলে বরং একদম নাভি বরাবর যেই মূল বােতামটি রয়েছে সেটার কথা বলছেন। কিন্তু এখানে বােতামই কেন ব্যবহার করা হয়? এটি বােঝার জন্য আগে জিন্সের চেইন আর বােতামের কিছু সুবিধা- অসুবিধার ব্যাপারে জানা প্রয়ােজন।


চেইন ব্যবহারের সুবিধাঃ-

  • যেসব কাপড়ে চেইন বা জিপার ব্যাবহার করা হয় সেগুলো দেখতে সুন্দর ও আকর্ষণীয় হয়
  • এগুলো দীর্ঘস্থায়ী হয় এবং অতি দ্রুত ব্যবহার করা যায়
  • চেইন খুব সহজেই কাপড়কে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখতে পারে , এবং এতে বােতামের মতো খুলে পড়ে যাওয়ার ভয় থাকেনা
  • যেখানে চেইন ব্যবহার করা হয় সেখানকার প্রায় সমগ্র পরিধিতেই সমান চাপ অনুভূত হয়।


চেইন ব্যবহারের অসুবিধাঃ-

  • যদি চেইন জিপারের কোন এক অংশে আটকে যায় তাহলে, সেই অংশের আটকে থাকা ছাড়ানাে সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার
  • যদি চেইন কাপড়ের সাথে লেগে যায় তাহলে চেইন এর সাথে সাথে পুরাে কাপড়টাই নষ্ট হয়ে যায়
  • চেইন দ্বারা তৈরি কাপড় পরিধানের ক্ষেত্রে চেইন যদি শরীরের পেছনের অংশে লাগানাে হয়ে থাকে বা যদি চেইনের পরিধি শরীরের পিছনের অংশের সাথে পরে যায় তাহলে সেই কাপড় পরিধানের জন্য অন্যজনের সাহায্যের দরকার হয়ে থাকে
  • চেইন এর কোন একটা অংশে কিছু ফাঁকা জায়গা রয়ে গেলে সেখান থেকে সহজই আরাে অনেক অংশ বেড়িয়ে যাবার সম্ভাবনা থাকে
  • চেইনে যদি ঘাম লাগে এবং সেটি ঠিক ভাবে শুকানাে হয় তবে সেটিতে মরিচা পরার আশঙ্কা থাকে, আর এই মরিচাটি কাপড়েও ছড়িয়ে পারে



বােতাম ব্যবহারের সুবিধাঃ-

  • জিন্স বা ডেনিমের কাপড়ে যে বােতামগুলাে ব্যবহার করা হয় সেগুলো বিশেষ ধরণের হয়ে থাকে যেগুলােকে স্টাড বলা হয়। এই স্টাডের দুটো অংশ থাকে, এই দুটো অংশকে একটি বিশেষ যন্ত্র দ্বারা চাপ দিয়ে লাগানাে হয় আর এই বােতামের জন্য ফুটোতে এবং বােতামেও ভিন্ন ধরনের শক্ত সুতার ব্যবহার করা হয়। যার কারণে এই স্টাডগুলাে বােতামের ফুটো দিয়ে বেড়িয়ে আসা প্রায় অসম্ভব
  •  ধাতুর বােতাম জিন্সের ভিন্ন ভিন্ন পয়েন্টে ব্যবহার করা হয়, ফলে জিন্স দীর্ঘ সময় ব্যবহারের পরেও টেকসই হয়
  • কাপড়ের সাথে আটকে গিয়ে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকেনা


বোতাম ব্যবহারের অসুবিধাঃ-

  • বােতাম খুব শক্তভাবে আটকে থাকে, ফলে অনেক মনােযােগ দিয়ে, ধৈর্য ধরে কাপড়ের দুই অংশ বােতামের সাহায্যে লাগাতে হয়
  • বােতাম যেখানে থাকে, সেখানে অন্যান্য অংশের চেয়ে বেশী চাপ পড়ে


যেহেতু স্টাড বা বোতাম কাপড়কে ঠিক ভাবে আটকে রাখে এবং কাপড়ের দীর্ঘস্থায়ীত্ব বাড়িয়ে দেয়, তাই ডিজাইনাররা চেইনের বদলে বোতামকেই বেছে নেন।

Post a Comment

নবীনতর পূর্বতন